ভারতীয় সংবিধান থেকে আরো প্রশ্ন

Show Important Question


101) আইনশৃঙ্খলা নিম্নলিখিত কোন তালিকার অন্তর্ভুক্ত ?
A) যৌথ তালিকা
B) রাজ্য তালিকা
C) কেন্দ্র তালিকা
D) ওপরের কোনোটিই নয়

102) ভারতের পার্লামেন্টের সর্ববৃহৎ কমিটি কোনটি ?
A) পাবলিক অ্যাকাউন্টস কমিটি
B) এস্টিমেটস কমিটি
C) জয়েন্ট পর্লামেন্টারি কমিটি
D) কোনোটিই নয়

103) ভারতের কোন প্রধানমন্ত্রী সবথেকে কম সময় পর্যন্ত প্রধানমন্ত্রী পদে ছিল
A) জওহরলাল নেহেরু
B) রাজীব গান্ধী
C) অটলবিহারী বাজপেয়ী
D) কোনোটিই নয়

104) বিধান পরিষদের একজন সদস্যের কার্যকাল কত বছর
A) 5
B) 6
C) 2
D) কোনোটিই নয়

105) কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়?
A) সচ্চিদানন্দ সিনহা
B) বি. আর. আম্বেদকর
C) মতিলাল নেহেরু
D) জন সাইমন

106) পশ্চিমবঙ্গ বিধানসভাতে কতগুলি আসন আছে?
A) 275
B) 290
C) 294
D) 292

107) ভারতীয় সংবিধান লেখার সময় ভারতীয় সংবিধান সভায় কতজন সদস্য ছিলেন ?
A) 199
B) 299
C) 300
D) 56

108) কাশ্মীরের সংবিধান কবে ঘোষিত হয়--
A) 1947
B) 1957
C) 1961
D) 1951

109) ভারতীয় সংবিধানের রক্ষাকর্তা কে?
A) সুপ্রিম কোর্ট
B) হাই কোর্ট
C) জনগণ
D) সরকার

110) ভারতীয় সংবিধানের কত প্রকার জরুরি অবস্থার কথা উল্লেখ আছে ?
A) 1
B) 2
C) 3
D) 4

111) ভারতের কোন্ রাজ্যের পৃথক সংবিধান আছে?
A) সিকিম
B) মিজোরাম
C) জম্মু ও কাশ্মীর
D) গোয়া

112) ভারত রাষ্ট্র ব্যবস্থা হল
A) গণতান্ত্রিক
B) একনায়কতান্ত্রিক
C) সামরিক
D) উপরের কোনটিই নয়

113) What is the middle unit in the three-tier Panchayati Raj system? / ত্রিস্তর পঞ্চায়েতিরাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তর কোনটি ?
A) Gram Panchayat/ গ্রাম পঞ্চায়েত
B) Zila Parishad/ জেলা পরিষদ
C) Panchayat Samiti/ পঞ্চায়েত সমিতি
D) Union Board/ ইউনিয়ন বোর্ড

114) In the classification of power in the constitution of India, education falls under / ভারতের রাজ্য ও কেন্দ্রের মধ্যে ক্ষমতা বন্টনের তালিকা গুলোর মধ্যে শিক্ষা কোন তালিকায় পড়ে ?
A) Centra List/ কেন্দ্রীয় তালিকায়
B) State List/ রাজ্য তালিকায়
C) Concurrent List/ যুগ্ম তালিকায়
D) None of the above/ কোনো তালিকায় নয়

115) রাজ্যসভা মন্ত্রী পরিষদকে
A) নিয়ন্ত্রণ করে
B) অনুমোদন করে
C) শুধু আলোচনা করে
D) নিয়ন্ত্রণ করে না

116) ভারতের রাজ্যসভার সভাপতিত্ব কে করেন ?
A) রাষ্ট্রপতি
B) উপরাষ্ট্রপতি
C) প্রধানমন্ত্রী
D) স্বরাষ্ট্রমন্ত্রী

117) সারা ভারতের আপাৎকালীন অবস্থা কে জারি করতে পারেন ?
A) রাষ্ট্রপতি
B) প্রধানমন্ত্রী
C) প্রধান সেনাপতি
D) লোক সভার অধ্যক্ষ

118) পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের নির্ধারিত আসন সংখ্যা
A) 20 শতাংশ
B) 33 শতাংশ
C) 30 শতাংশ
D) 50শতাংশ

119) ভারতের পরিকল্পনা কমিশন গঠন সংবিধানের --------ধারায় উল্লেখ আছে ।
A) 196
B) 308
C) 360
D) কোন ধারায় উল্লেখ নেই

120) ভারতীয় সংবিধানের কোন্‌ ধারায় রাজ্যপালের হাতে রাজ্য পরিচালনার প্রশাসনিক ক্ষমতা অর্পিত আছে ?
A) 154(1) ধারা
B) 155 ধারা
C) 14 ধারা
D) 356 ধারা